শিলিগুড়ি, ৭ ডিসেম্বরঃ শিলিগুড়ির কাওয়াখালিতে বিশ্ববাংলা শিল্পী হাটে আয়োজিত হল উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন।বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং উত্তরবঙ্গের আটটি জেলার বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও উদ্যোগপতিদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা গিয়েছে, এই সম্মেলনে ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে।এই প্রস্তাব অনুযায়ী আগামী ১ থেকে ২ বছরের মধ্যেই বেশিরভাগ কাজ হবে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের তরফে বাণিজ্য ক্ষেত্রে কি কি কাজ করা হয়েছে এবং আগামীতে কি পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উদ্যোগপতিরা আগামীতে কোন ব্যবসায় কত টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছেন তার প্রস্তাব রাখেন।
এদিন সাংবাদিক বৈঠক করে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে উত্তরবঙ্গে শিল্পক্ষেত্রে উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে উত্তরবঙ্গ শিল্প সংস্কৃতি উভয় দিক থেকে অনেক বেশি উন্নত। আগামীতে যাতে এখানে আরও শিল্পের উন্নয়ন হয় তার জন্য সবরকমভাবে সহযোগিতা করা হবে। একই সাথে উত্তরবঙ্গে বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় উন্নয়নের পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগপতিদের সবরকমভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব।