শিলিগুড়ি, ২১ জানুয়ারিঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখাল হাসপাতালের অস্থায়ী কর্মীরা।বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় হাসপাতালের একাধিক বিভাগের কাজ।এরফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ।
জানা গিয়েছে, মঙ্গলবার মেডিক্যাল কলেজে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার ইউনিয়নের ডাকে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা।বিভিন্ন দাবীতে এদিন প্রচুর অস্থায়ী কর্মী বিক্ষোভ আন্দোলনে সামিল হন।বিক্ষোভকারীরা জানান, তাদের দাবি না মানা হলে এই আন্দোলন লাগাতার চলবে।
ওয়ার্কার ইউনিয়নের সম্পাদক প্রশান্ত সেনগুপ্ত বলেন, যাদের সাফাই কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে তাদের দিয়ে অন্যান্য অতিরিক্ত কাজ করানো হয়।এই কাজের জন্য তাদের কোনো অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয় না এবং নূন্যতম সাত হাজার টাকা পারিশ্রমিকে কাজ করতে হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মেডিক্যাল ফাঁড়ি এবং মাটিগাড়া থানার পুলিশ।পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেন।
এই বিষয়ে সুপার কৌশিক সমাজদার বলেন, অস্থায়ী কর্মীরা যেহেতু কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয়েছে।তাদের কোনো অভিযোগ থাকলে তারা তাদের এজেন্সিকে জানাবে এবং আমরা সরাসরি এই বিষয়ে এজেন্সির সাথে কথা বলব।