উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে নতুন রাজনৈতিক দল নর্থবেঙ্গল পিপলস পার্টি

শিলিগুড়ি, ৮ মার্চঃ উত্তরবঙ্গের মানুষের সাথে বঞ্চনা হচ্ছে, ভোটে জেতার পর নেতারা আর উত্তরবঙ্গের কথা ভাবছে না।এই অভিযোগেই গঠিত হল নতুন রাজনৈতিক দল নর্থ বেঙ্গল পিপলস পার্টি।


নবগঠিত এই দলের সভাপতি সুভাষ চন্দ্র রাউথ জানান, বিভিন্ন রাজনৈতিক দল সরকারে এসেছে তবে তারা কেউই উত্তরবঙ্গ নিয়ে চিন্তিত নন।সকলেই উত্তরবঙ্গকে অবহেলিত করে রেখেছে।পাশাপাশি উত্তরবঙ্গের মানুষদেরও অবহেলা করছেন।শিক্ষা থেকে রাজনীতি সবক্ষেত্রেই বাইরে থেকে লোক এনে উত্তরবঙ্গে উচ্চপদে বসানো হচ্ছে।উত্তরবঙ্গের মানুষদের সুযোগ দেওয়া হচ্ছেনা।তাই উত্তরবঙ্গের উন্নয়নের কথা ভেবে, উত্তরবঙ্গের মানুষদের যথাযোগ্য মর্যাদা দিতে তাদের এই নতুন দল।

সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে সংগঠনের তরফে জানানো হয়, এবারের বিধানসভা ভোটে উত্তরবঙ্গে ৫৪ টি বিধানসভা কেন্দ্রেই তারা প্রার্থী দিতে চলেছেন।শীঘ্রই প্রার্থীর নামও তারা ঘোষনা করবেন।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *