শিলিগুড়ি, ৫ জুনঃ নেই পরিচয় পত্র, অসুবিধের সম্মুক্ষীন শহরের সঙ্গীত শিল্পীরা।পরিবেশ দিবস পালনের মধ্য দিয়ে রাজ্য সরকারের কাছে পরিচয় পত্রের দাবি জানালেন শিল্পীরা।
শুক্রবার পালিত হল বিশ্ব পরিবেশ দিবস।সবুজায়নের লক্ষ্যে শিলিগুড়িতে বিভিন্ন সংগঠন গাছ লাগিয়ে এই দিনটি বিষেশ ভাবে পালন করে।তবে একটু আলাদা ভাবেই এই দিনটি পালন করল নর্থ বেঙ্গল স্টেজ পারফরমার্স অ্যাসোসিয়েশন।তাদের সহোযোগিতার হাত বাড়িয়ে দেন বনাধিকারিক সঞ্জয় দত্ত। এদিন সংস্থার পক্ষ থেকে প্রায়৬৫ জন গরীব দুঃস্থ খেলোয়ার ও লকডাউনের জেরে বিপাকে সঙ্গীত শিল্পীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরনিগমের প্রাক্তন বিরোধী দলনেতা রঞ্জন সরকার,শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সম্পাদক অংশুমান চক্রবর্তী ও বিশিষ্ঠ প্রাক্তন খেলোয়ার প্রকাশ কুমার হালদার সহ অন্যান্যরা।
সংস্থার সম্পাদক দীপ চট্টোপাধ্যায় জানান, মানুষকে বিনোদন দেওয়াই তাদের পেশা।তবে তাদের নির্দিষ্ঠ পরিচয় পত্র না থাকায় মাঝে মধ্যই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।বিষয়টির সমাধান নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবী জানিয়েছেন তিনি।