শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ ১৪ দফা দাবীতে নিয়ে শিলিগুড়ি পুরনিগমে স্মারকলিপি জমা দিল উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি।
বৃহস্পতিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে একটি মিছিল বের করা হয়।মিছিল করে কোর্টমোড় এবং পুরনিগমের সামনে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখান উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির সদস্যরা।তাদের ১৪ দফা দাবির মধ্যে রয়েছে বেতন বৃদ্ধি,স্থায়ী কর্মচারী, জীবন বীমা, জমির পাট্টা সহ সাফাই কর্মচারীদের এলাকায় ড্রেনের দাবী।
এদিন উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির সভাপতি কিরণ রাওয়াত জানান, পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবকে স্মারকলিপি প্রদান করতে আসি।তবে কোনো কাজের জন্য তিনি বেরিয়ে যান।পুর প্রশাসক এর পরিবর্তে আমরা কমিশনারকে স্মারকলিপি প্রদান করি।বোর্ডের সঙ্গে আলোচনা করে ১০-১২ দিনের মধ্যে আমাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পুর কমিশনার।আমাদের দাবী না মানা হলে আগামীতে ফের বিক্ষোভে নামা হবে।