শিলিগুড়ি, ২০ আগস্টঃ আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভা হিসেবে উত্তরবঙ্গ ছাত্র কনভেনশনের আয়োজন করা হল।
শুক্রবার দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নির্ণয় রায়ের নেতৃত্বে শক্তিগড় রবীন্দ্র মঞ্চে উত্তরবঙ্গের আটটি জেলার তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ও সমর্থকদের নিয়ে এই ছাত্র কনভেনশনের আয়োজন করা হয়৷
এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কনভেনশনের সূচনা করেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য,পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
জানা গিয়েছে, আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান নিয়েই এদিন আলোচনা করা হয়।এদিনের সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতৃত্বরা।
এদিন গৌতম দেব বলেন, আগামী ২৮ আগস্ট তৃনমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।করোনা পরিস্থিতি মাথায় রেখে ভার্চুয়ালি এই অনুষ্ঠান করা হবে সে বিষয়ে আলোচনা করা হচ্ছে৷