শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বরঃ বিভিন্ন দাবিতে শিলিগুড়িতে ডেপুটি ডিরেক্টর অফ টি ডেভলপমেন্ট অফিসারকে স্মারকলিপি প্রদান করল বটলিফ ফ্যাক্টরির মালিক পক্ষের সংগঠন নর্থ বেঙ্গল টি প্রডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
সংগঠনের সদস্যরা জানান, উত্তরবঙ্গে বহু বটলিফ ফ্যাক্টরি গজিয়ে উঠেছে।এরফলে চা অর্থনীতির ভারসাম্য নষ্ট হচ্ছে।এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না টি বোর্ড।ফ্যাক্টরির তৈরি চা এর উপযুক্ত দাম পাচ্ছেন না তারা।অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলন নামবেন বলে জানান সংগঠনের সদস্যরা।