শিলিগুড়ি, ১৬ জুলাই: কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আজ এসএফআই তরফে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন ও পোস্ট গ্রাজুয়েট ইউনিটের পক্ষ থেকে রেজিস্টার মারফৎ উপাচার্যের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হল।
এসএফআই এর দাবী – বর্তমান সময়ে কোনো ভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয়। ইউজিসি বাস্তবতাকে অস্বীকার করে নির্দেশিকা বের করেছে।
অবিলম্বে ইউজিসি নির্দেশিকা বাতিল, বিশ্ববিদ্যালয় ও কলেজের পরীক্ষার ফর্ম ফিলাপ সহ একটি সেমিস্টারের সম্পূর্ণ ফি মকুবের দাবী জানিয়েছে এসএফআই।
এছাড়াও ছাত্র, শিক্ষক, ছাত্র সংগঠন গুলির সাথে মতবিনিময় করেই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিক বিশ্ববিদ্যালয় এই দাবিও করা হয়েছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই দার্জিলিং জেলা সম্পাদক শঙ্কর মজুমদার, আইন বিভাগের নেতা সাম্যব্রত দেবনাথ, বিবেক বর্মণ, লিজা দাস, স্বর্ণব সেনগুপ্ত সহ অন্যান্যরা।