শিলিগুড়ি, ফেব্রুয়ারিঃ বর্তমান সময়ে কৃষিকাজ থেকে পিছপা হচ্ছেন বহু কৃষক।অনেকেই কৃষিকাজ ছেড়ে জীবিকা বদলেছেন।
সেই কারণে কৃষকদের অত্যাধুনিক পদ্ধতিতে ভিন্ন সবজি ও ফুল চাষে অনুপ্রাণিত করতে সেমিনারের আয়োজন করলো শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ।এদিনের সেমিনারে বিভিন্ন জায়গা থেকে কৃষকরা অংশগ্রহণ করেন।বাড়ির ছাদ বাদ দিয়ে কিভাবে ভিন্ন ধরণের সবজি চাষ করা যায় সেই বিষয়ে কৃষকদের জানানো হয়।
এই বিষয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কৃষি আধিকারিক অমরেন্দ্র কুমার পান্ডে জানান, সবজির পাশাপাশি পাহাড়ে ফুল চাষের জন্য ফুল চাষিদের অনুপ্রাণিত করা হচ্ছে।পাহাড়ে কৃষির উন্নয়ন করে কিভাবে কৃষকদের আর্থিকভাবে লাভবান করা যায় তা নিয়েও সেমিনারে আলোচনা হয়েছে।

