শিলিগুড়ি,১২ মার্চঃ করোনা ভাইরাসের মোকাবিলা করতে এবারে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডের পাশাপাশি করোনা ভাইরাস পরীক্ষার জন্য ল্যাবরেটরি খুলতে চলেছে রাজ্য সরকার।
উত্তরবঙ্গে কারও মধ্যে এই ভাইরাসের উপসর্গ চিহ্নিত হলে তার চিকিৎসা করা হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ৬ টি বেড বিশিষ্ট ফিল্টার প্রযুক্তি যুক্ত এসি রুমের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি একজন এসিসট্যান্ট সুপার, একজন ডাক্তার ও একজন ডিএনএস এই তিনজনকে নিয়ে বিশেষ নোডাল দল তৈরি করা হয়েছে। আগে সন্দেহজনক কোনও রোগীর ন্যাজোফাইনসিয়াল সোয়াপ এবং রক্তের নমুনা পরীক্ষার জন্য কলকাতার নাইসেড ল্যাবরেটরিতে পাঠাতে হত। কিন্তু এখন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এই পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে।