মার্চেই বাতিল হতে পারে পুরনো ১০০,১০ ও ৫ টাকার নোট।এমনই ইঙ্গিত দিচ্ছে রিসার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর,মার্চ ও এপ্রিলের মধ্যেই পুরনো নোট বাজার থেকে তুলে নেওয়া হতে পারে। রিসার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার বি.মহেশ জানান,পুরনো ১০০,১০ ও ৫ টাকার নোট বাতিলের পরিকল্পনা চলছে।
জেলা স্তরের সিকিউরিটি কমিটি এবং মুদ্রা পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করার সময় এই পরিকল্পনার কথা জানান বি. মহেশ। তিনি জানিয়েছেন, ১০ টাকার নতুন কয়েন নিতে চান না বহু খুচরো ব্যবসায়ী।তারা নানা রকম সমস্যা তৈরি করেন। বলেন, এই কয়েন চলে না।গ্রামাঞ্চলে এইধরনের সমস্যা বেশি।এর ফলে সাধারণ মানুষ সমস্যার মুখে পড়ছেন।এটি RBI ও ব্যাংকের জন্য খুব সমস্যার বিষয় হয়ে যাচ্ছে।