শিলিগুড়ি, ৩১ ডিসেম্বরঃ ইংরেজি নতুন বছরের জন্য প্রস্তুত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।আজ ও আগামীকাল শহরের বিভিন্ন জায়গায় মোতায়ন থাকবে ৭০০ এর বেশি পুলিশকর্মী।দুর্ঘটনা রুখতে ট্রাফিক বিভাগের তরফে জারি করা হয়েছে বিশেষ নির্দেশ।কেউ মদ্যপান করে এবং হেলমেট ছাড়া গাড়ি চালালে কাটা হবে চালান।
শহরে যেকোন অনুষ্ঠান বা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর পুলিশ।উৎসবের আনন্দে কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সবরকমভাবে প্রস্তুত থাকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।এবছর ইংরেজি নতুন বছরের প্রস্তুতি নিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারের নেতৃত্বে সমস্ত থানার আধিকারিকদের সঙ্গে একটি সমন্বয় বৈঠক করা হয়।নতুন বছর উদযাপন নিয়ে কি কি বিধিনিষেধ থাকবে তার একটি গাইডলাইন তৈরি করা হয়।
আজ ও আগামীকাল ৭০০ এর বেশি পুলিশকর্মী মোতায়েন থাকবে।এছাড়া মহিলাদের নিরাপত্তার জন্য উইনার্স বাহিনী ও পিঙ্ক পেট্রোলিং ভ্যান সহ শতাধিক মহিলা পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।নতুন বছরে পথ দুর্ঘটনা রুখতে ৩৫০ জন ট্রাফিক পুলিশ নাইট ডিউটিতে থাকবেন।এছাড়া বার মালিকদের আবগারি দফতরের নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।