শিলিগুড়ি, ১ জানুয়ারিঃ বছরের প্রথমদিনে শহরের বিভিন্ন মন্দিরে উপচে পড়লো ভক্তদের ভিড়।
২০২৪কে বিদায় জানিয়ে ইংরেজি নতুন বছর ২০২৫কে স্বাগত জানিয়েছেন মানুষ।বছরের প্রথম দিনটি নানানভাবে উদযাপন করছেন মানুষ।কেউ পরিবারের সঙ্গে ঘোরাফেরা করে, কেউ মজেছেন পিকনিকে আবার কেউ মন্দিরে পুজো দিয়ে নতুন বছর শুরু করছেন।
সারাবছর ভালো থাকার কামনা নিয়েই মন্দিরে পুজো দেন অনেকে।এদিন শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে সকাল থেকে ভক্তদের ভিড় দেখা যায়।শুধু শিলিগুড়ি নয় দূরদূরান্ত থেকেও বহু মানুষ মন্দিরে পুজো দিতে এসেছেন।সারাবছর সকলে যেন ভালো থাকতে পারেন এই কামনাই করছেন মায়ের কাছে।