বাগডোগরায় স্কুলের সামনে নতুন রাস্তায় তৈরি হয়েছে গর্ত, দুর্ঘটনার আশঙ্কা-নিম্নমানের কাজের অভিযোগ

বাগডোগরা, ২৪ জুলাইঃ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে বাগডোগরার শ্রী কলোনি এলাকায় করা হচ্ছে নতুন রাস্তা ও নিকাশীনালার কাজ।তবে এই রাস্তা ও নিকাশিনালার কাজ নিয়ে উঠছে প্রশ্ন।


জানা গিয়েছে, কিছুদিন আগেই এলাকায় নতুন রাস্তা ও নিকাশিনালার কাজ শুরু হয়েছে।এর মধ্যেই চিত্তরঞ্জন হাইস্কুলের সামনে রাস্তার মাঝে করা হয়েছে নিকাশিনালার স্ল্যাব।আর সেই স্ল্যাব ভেঙে তৈরি হয় গর্ত।সেই গর্তে লোহার রড বেরিয়ে পড়লেও হুঁশ নেই প্রশাসনের।জীবনের ঝুকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করছে স্থানীয় মানুষ থেকে চিত্তরঞ্জন হাইস্কুল ও চিত্তরঞ্জন জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা।

স্থানীয়দের অভিযোগ, যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।


চিত্তরঞ্জন হাইস্কুলের শিক্ষক প্রিয়পদ রায় জানান, কিছুদিন আগেই রাস্তাটি তৈরি হয়েছে।প্রবল বৃষ্টিপাতের কারণে হয়তো ভেঙে গিয়েছে।স্কুলে প্রতিদিন প্রচুর পড়ুয়া আসে।অতিদ্রুত রাস্তাটি ঠিক করা হোক বলে জানান তিনি।

অন্যদিকে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হয়েছে বলে কটাক্ষ করেন বিজেপি নেতা সজলকান্তি সরকার।রাস্তা তৈরীর নামে দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এই বিষয়ে লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানূকুলে কাজটি করা হচ্ছে।বিষয়টি নজরে এসেছে এবং সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি চিঠি করা হবে।অতি দ্রুত যাতে সমস্যার সমাধান করা হয় সেদিকেই লক্ষ্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomCASİBOMholiganbet girişcasibomcasibom 780JOJOBETjojobetcasibomcasibom giriş güncel adresjojobet girişcasibom 760 girişcasibom güncelcasibomcasibom girişbahis siteleriCasibom Girişcasibom girisiCasibomgüncel girişlerCasibom GirişJojobethttps://jojobetgirisler.com/https://jojo-bet-giris.com/