আমবাড়ি ও বেলাকোবা স্টেশনে ট্রেনের নতুন স্টপেজের উদ্বোধন করলেন জলপাইগুড়ির সাংসদ

রাজগঞ্জ, ২২ ফেব্রুয়ারিঃ আমবাড়ি ও বেলাকোবা স্টেশনে নতুন স্টপেজ দেবে  নিউ জলপাইগুড়ি-বঙাইগাঁও প্যাসেঞ্জার এক্সপ্রেস।বৃহস্পতিবার এর উদ্বোধন করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়।


বৃহস্পতিবার আমবাড়ি ফালাকাটা ও বেলাকোবা স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে নিউ জলপাইগুড়ি-বঙাইগাঁও এক্সপ্রেস (১৫৭০৩/১৫৭০৪) ট্রেনের ফ্ল্যাগ অফ করেন সাংসদ।

এই বিষয়ে সাংসদ জয়ন্ত কুমার রায় জানান, এলাকার মানুষেরা আমাকে জানিয়েছিল ট্রেনের স্টপেজ দেওয়ার জন্য।এরপর আমি রেল বোর্ডের সঙ্গে আলোচনা করি।আজ বেলাকোবা ও আমবাড়ি ফালাকাটা স্টেশনে স্টপেজের উদ্বোধন করা হল। এই স্টপেজের ফলে দুই এলাকার মানুষের অনেক সুবিধা হবে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *