শিলিগুড়ি,৩১ ডিসেম্বরঃ ঢিলেঢালা নয়, নতুন বছরকে স্বাগত জানাতে হবে সচেতনতার মধ্যে দিয়েই।সচেতনতার এই বার্তাই সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, আর্জি কোভিড কেয়ার নেটওয়ার্কের।
রাত পেরোলেই নতুন বছর এবং নতুন বছরকে স্বাগত জানাতে শহরবাসী মেতে ওঠে উৎসবের মেজাজে।রেস্তোরা, পাব থেকে শুরু করে বাকি যায় না আবাসনের ছাদও।হইহুল্লোড়, জমায়েতের মধ্যে দিয়েই বছরকে বিদায় দিয়ে নতুনকে স্বাগত জানানোর এই রীতি চলে আসছে প্রতিবছর। তবে ২০২০ এর সমস্ত উৎসবেই থাবা বসিয়েছে করোনা ভাইরাস। তাই অন্যান্য উৎসবের মত ৩১ ডিসেম্বরেও যাতে কেউ জমায়েত করে কোনো অনুষ্ঠান না করে তারই আবেদন রাখছেন কোভিড কেয়ার নেটওয়ার্কের অন্তর্গত সমস্ত অর্গানাইজেশনের সদস্যরা।
ডঃ কল্যান খান জানান, প্রয়োজনীয় বিধিনিষেধ না মানা হলে ২০২১ আরও ভয়ঙ্কর হয়ে ওঠার সম্ভাবনাও রয়েছে।ভেঙে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থা।সেকারণেই শহরবাসীর কাছে কোভিড কেয়ার নেটওয়ার্ক আবেদন জানাচ্ছে উৎসবের আনন্দে কোনোভাবেই যাতে জমায়েত না করা হয়।নতুন বছরে দেশ সুস্থ হয়ে উঠলে সকলেই আনন্দে মেতে উঠুন।