নিউ নর্মালে বড়দিন, নতুন বছরের আগে পর্যটকে ‘হাউসফুল’ দার্জিলিং

শিলিগুড়ি,২৪ ডিসেম্বরঃ শেষ হতে চলেছে ২০২০ সাল। মাঝে আর কয়েকটা দিন। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন বিশ্ববাসী। সেজে উঠেছে পাহাড়, শিলিগুড়ি। তবে করোনার থাবা আজও রয়েছে। দীর্ঘ লকডাউন, কড়া স্বাস্থ্যবিধি।  বহুদিন ঘরবন্দি ছিলেন সকলে।


নিউ নর্মাল লাইফে অভ্যস্ত ভ্রমণপ্রিয় বাঙালি বড়দিন ও নতুন বছরের আগেই ভিড় জমাচ্ছেন পাহাড়,ডুয়ার্সে। প্রতিবছর এই সময়ের দিকে তাকিয়ে থাকেন ট্যুর অপারেটর থেকে শুরু করে হোটেল ব্যবসায়ী, গাড়ি চালক সকলেই। তবে করোনা আবহে পুজোর পর থেকে সামান্য চিন্তার ভাঁজ ছিল কপালে। তবে যেভাবে পর্যটকেরা আসছেন তাতে ঘুরে দাড়াতে শুরু করেছে পর্যটন শিল্প। বড়দিনের আগে দার্জিলিং, সিকিম সহ ডুয়ার্সে নানা পর্যটনকেন্দ্রে ইতিমধ্যেই পর্যটকদের ভিড় জমছে। দার্জিলিঙের অধিকাংশ হোটেল কানায় কানায় পূর্ণ। শৈলশহরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ও শ্বেতসুভ্র কাঞ্চনজঙ্ঘা দর্শনে কলকাতা সহ ভিনরাজ্যের পর্যটকেরা শিলিগুড়ি হয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। নতুন বছরে করোনা কাঁটা দূর হয়ে সব স্বাভাবিক হোক সেই আশাতেই সকলে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *