চোপড়া,২২ এপ্রিলঃ যে চোপড়ায় নির্বাচনের সময় দেখা যেত রীতিমতো সংঘর্ষ,হামলা-বোমাবাজি।সেই চোপড়ায় এবার বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নেই শেষ হল।আর তাতেই স্বস্তিতে সেখানকার বাসিন্দারা।
পঞ্চায়েত ভোট হোক কিংবা লোকসভা ভোট, এর আগে চোপড়ার বিভিন্ন জায়গায় ব্যপক গণ্ডগোলের ছবি ধরা পড়েছিল।বিভিন্ন জায়গায় হামলার অভিযোগ এবং বোমাবাজির মতো ঘটনাও ঘটেছিল।কিন্তু এবার চিত্রটা আলাদা।বৃহস্পতিবার ষষ্ঠ দফার বিধানসভা নির্বাচনে চোপড়ায় সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট হয় এবং সকাল থেকেই চোপড়া বিধানসভার ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের লম্বা লাইন ছিল।দুপুরের মধ্যেই ৫০ শতাংশের বেশি মানুষ ভোটদান করেন এবং বিকেলের মধ্যেই তা ৭০ শতাংশের বেশি পৌঁছে যায়।
চোপড়ার বাসিন্দারা জানান, এবার শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।কেন্দ্রীয় বাহিনী থাকায় কোথাও ঝামেলা-হামলা হয়নি।যে কারণে তারা বলছেন এই চোপড়া আর আগের চোপড়া নেই।