শিলিগুড়ি,১৭ অক্টোবরঃ পুজোর আগে দুঃস্থ শিশুদের হাতে নতুন জামা-কাপড় তুলে দিলেন শিলিগুড়ির অরবিন্দপল্লীর বাসিন্দা সমাজসেবী বাপন ঘোষ।
বেশ কয়েকবছর ধরেই সমাজের নানান শ্রেনীর মানুষদের পাশে দাঁড়িয়েছেন শিলিগুড়ির অরবিন্দপল্লীর বাসিন্দা বাপন ঘোষ।খাদ্যদ্রব্য বিলি, নব বস্ত্র বিলি, পঠন-পাঠনের জিনিস সহ বেশকয়েকটি দুঃস্থ পরিবারের চিকিৎসার খরচও জুগিয়েছেন তিনি।প্রতিবারই পুজার আগে দুঃস্থ পরিবারগুলির হাতে নববস্ত্র তুলে দেন তিনি। এবারেও তার ব্যতিক্রম হল না।তবে করোনা আবহে নিজ বাড়ি থেকে বস্ত্র বিতরন না করে তিনি নিজেই পৌঁছে গিয়েছিলেন শহরের বিভিন্ন অনাথ আশ্রম সহ শিশু হোমগুলিতে।
বাপন বাবু বলেন, করোনার কথা মাথায় রেখেই এবারে বাড়িতে অনুষ্ঠান করা হয়নি।আজ থেকে শুরু করলাম আগামী মঙ্গলবার পর্যন্ত খুদে শিশুদের হাতে নতুন জামা ও বৃদ্ধা মায়েদের হাতে নতুন শাড়ি তুলে দিব।