শিলিগুড়ি,৮ সেপ্টেম্বরঃ কিরণচন্দ্র শ্মশানঘাট সৌন্দর্যায়নের কাজ শুরু করেছে শিলিগুড়ি পুরনিগম।ইতিমধ্যেই শিলিগুড়ি বিধায়ক উন্নয়ন তহবিল থেকে সারে ৮ লক্ষ টাকা ব্যয় করে উচ্চ বাতিস্তম্ভ লাগানো হয়েছে।এবার পরিকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যায়নের লক্ষ্যে এগোবে শিলিগুড়ি পুরনিগম। ইতিমধ্যে রাজ্যসভার সাংসদ ও শিলিগুড়ির বিধায়ক তহবিল এই কাজে অর্থ দিয়েছে।
জানা গিয়েছে, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নতুন করে সাজবে এই শ্মশান ঘাট।বৈদ্যুতিক চুল্লির নতুন চিমনির পাশাপাশি ঘাটের সৌন্দর্যায়ন করা হবে এই অর্থ দিয়ে।
মঙ্গলবার কিরণচন্দ্র শ্মশানঘাট পরিদর্শনে যান শিলিগুড়ির বিধায়ক তথা পুর প্রশাসক অশোক ভট্টাচার্য।তিনি জানান, খুব শিগগিরই নতুন রূপে সাজতে চলেছে কিরণচন্দ্র শ্মশানঘাট।পাশাপাশি পুলিশি নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে।ইতিমধ্যে এই বিষয়ে পুলিশ কমিশনারকে চিঠিও দিয়েছেন তিনি বলে জানান।