শিলিগুড়ি, ৭ নভেম্বরঃ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে নতুন রুপে সাজিয়ে তোলা হবে এমনই উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি পুরনিগম।সেইমতো সোমবার স্টেডিয়াম চত্বর পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
আগামী ৫ বছরের জন্য কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের দায়িত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ি পুরনিগমকে।বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে স্টেডিয়াম।এই স্টেডিয়ামকে নতুন রূপে সাজিয়ে তুলতে তৎপর হয়েছে শিলিগুড়ি পুরনিগম।এই নিয়ে ইতিমধ্যেই বৈঠকও সেরেছেন মেয়র গৌতম দেব।এদিন স্টেডিয়াম পরিদর্শন করে কোথায় কি কাজ করা হবে সমস্ত বিষয় খতিয়ে দেখেন তিনি।
মেয়র গৌতম দেব জানান, মুখ্যমন্ত্রীও চান এই স্টেডিয়ামকে নতুন রূপ দেওয়া হোক।তাই পুরনিগমের পক্ষ থেকে স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে তোলা হবে।মাঠ থেকে শুরু করে ড্রেসিং রুম, গ্যালারি, হল, পার্কিং সহ সমস্ত কিছুই করা হবে।এছাড়া স্টেডিয়াম চত্বরকে নো-হোডিং জোন করা হবে।