শিলিগুড়ি,২৭ এপ্রিলঃ ভগ্নদশায় স্কুলের অডিটোরিয়াম। নতুন রূপে তৈরি করা হবে শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের অডিটোরিয়ামটি। বৃহস্পতিবার বয়েজ হাইস্কুলে যান মেয়র গৌতম দেব। এদিন এসজেডিএ এর ইঞ্জিনিয়ারদের নিয়ে স্কুল পরিদর্শন করেন তিনি।
শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের অডিটোরিয়ামটি অনেকদিন ধরেই ভগ্ন দশায় রয়েছে। সেই অডিটোরিয়ামটি নতুনভাবে বানানো হবে। মঞ্চ, গ্রিন রুম নতুন করে বানানো হবে। এছাড়াও নতুন চেয়ার বসানো হবে।
এদিন ইঞ্জিনিয়ারদের নিয়ে অডিটোরিয়ামটি পরিদর্শন করা হয়। অডিটোরিয়ামটি তৈরি হয়ে গেলে সেখানে স্কুলের অনুষ্ঠানগুলি সেখানে করা হবে।