আলিপুরদুয়ার,২ জুনঃ আগামী ৭ জুন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জোরকদমে চলছে প্রস্তুতি।ইতিমধ্যেই পুরাতন হেলিপ্যাডকে ভেঙে একই জায়গায় নতুন ভাবে গড়ে তোলা হচ্ছে হেলিপ্যাড।তৈরি হচ্ছে মঞ্চ।বৃহস্পতিবার প্যারেড গ্রাউন্ড পরিদর্শনে যান আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বরাইক, জেলা তৃণমূলের সহ সম্পাদক সঞ্জিত ধর, অনুপ চক্রবর্তী সহ অন্যান্যরা।
আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বরাইক বলেন, আমরা আশাবাদী ৭ তারিখ শুধুমাত্র আলিপুরদুয়ার জেলা থেকেই ১ লক্ষের বেশি মানুষ উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীর জনসভায়।