আলিপুরদুয়ার,২১ মার্চঃ ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির নয়া নির্দেশে জঙ্গল পর্যটনে কোপ বক্সা ব্যাঘ্র প্রকল্পে।কেন্দ্রীয় বাঘ সংরক্ষক সংস্থার নির্দেশানুযায়ী প্রতি সপ্তাহের মঙ্গলবার বক্সা ব্যাঘ্র প্রকল্পে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হল।ওইদিন বন্ধ থাকবে জিপসি সাফারিও।
আগামী ১ এপ্রিল থেকে লাগু হবে এই নিয়ম।যদিও দেশের অন্যান্য ব্যাঘ্র প্রকল্পে বহুদিন ধরেই এই নিয়ম চালু ছিল। সেক্ষেত্রে ব্যতিক্রম ছিল বক্সা ব্যাঘ্র প্রকল্প।আদতে মানুষের কোলাহল থেকে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীদের সপ্তাহের একটা দিন অব্যাহতি দিতেই ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য বনদপ্তরের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এই বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর অপূর্ব সেন জানান, নতুন নির্দেশ অনুযায়ী প্রতি সপ্তাহের একদিন বক্সা জঙ্গলে পর্যটকদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ থাকছে।সেদিন সাফারিও বন্ধ থাকবে।শুধুমাত্র বক্সা এলাকার যারা বাসিন্দা তারা ভেতরে থাকতে পারবেন।