গজলডোবা, ১৬ ডিসেম্বরঃ গজলডোবার নৌকা বিহারে কমেছে পর্যটক, চিন্তায় নৌকা চালকেরা।রাজগঞ্জ ব্লকের গজলডোবার ভোরের আলোয় পর্যটকদের একটি অন্যতম জায়গা হল নৌকা বিহার। কিন্তু কয়েক মাস ধরে পর্যটকরা গজলডোবায় এলেও উঠছেন না নৌকায়।ফলে একপ্রকার চিন্তায় রয়েছেন প্রায় ১২০ জন নৌকা চালক।
জানা গিয়েছে, সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ফুলে ফেঁপে উঠেছিল গজলডোবায় তিস্তার জল। যার ফলে নদীতে জমে গিয়েছে প্রচুর পলিমাটি। এছাড়া নৌকা বিহারের যে জায়গাটি ছিল সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।যেকারণে সমস্যায় পড়েছেন নৌকা চালকেরা।
নৌকা চালক রতন সরকার ও সুকান্ত বিশ্বাস জানান, পর্যটকরা আসছেন কিন্তু এসে নৌকায় উঠছেন না।কারণ কয়েক মাস সিকিমে বিপর্যয়ের ফলে গজলডোবার তিস্তায় জল বেড়ে গিয়েছিল।নৌকা বিহারের যে জায়গাটি রয়েছে সেখানে জমে রয়েছে পলিমাটি।নৌকাবিহারের মূল জায়গাটিও নষ্ট হয়ে গিয়েছে।এরফলে পর্যাটকেরা এসে ঘোলা জল দেখে আর নৌকায় উঠেছেন না।এই ঘোলা জলে পরিযায়ী পাখিদের আনাগোনাও কমে গিয়েছে।পলিমাটিতে নৌকা চালাতে সমস্যায় পড়তে হচ্ছে।এই অবস্থায় রোজগার নিয়েও সমস্যা হচ্ছে।সরকারের তরফে এই জায়গাটি থেকে পলিমাটি সরিয়ে দিয়ে নৌকা চালানোর জন্য উপযুক্ত ব্যবস্থা করে দিলে সকলের সুবিধা হবে বলে জানিয়েছেন তারা।