শিলিগুড়ি, ৬ নভেম্বরঃ সবে হেমন্তের শুরু৷আর তাতেই বাতাসে শীত শীত ভাব।সকাল হলেই ঝিরঝির কুয়াশা নামছে।
নভেম্বরের শুরুতেই শিলিগুড়িতে শীতের আমেজ।শীত যে তার উপস্থিতি জানান দিচ্ছে, তা সকালে বাড়ির বাইরে বেরোলেই বোঝা যায়।আবার বেলা গড়াতেই উধাও শীত।ফের সন্ধ্যে নামতেই ঠাণ্ডা হিমেল হাওয়ায় শিরশিরিয়ে বুঝিয়ে দেয় শীতের আমেজ।গায়ে চাদর, হালকা সোয়েটার, মাফলার জড়াতেও দেখা যাচ্ছে শহরবাসীকে৷
এদিকে ঠান্ডা আমেজে শহরবাসী স্বস্তি পেলেও করোনা মহামারী পরিস্থিতির মধ্যে এই আবহাওয়া পরিবর্তনে সতর্ক থাকার জন্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা৷