শিলিগুড়িঃ নভেম্বরে শেষ হয়ে যাবে বালাসনে বেইলি ব্রিজ বানানোর কাজ। ইতিমধ্যেই কলকাতার মাঝেরহাট থেকে বেইলি ব্রিজ বানানোর সরঞ্জাম এসে পৌছেছে। তা দিয়ে বেইলি ব্রিজ বানানোর কাজও অনেকটাই এগিয়েছে বলে দাবি আধিকারিকদের।
অক্টোবর মাসে বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয় মাটিগাড়ার বালাসন সেতু। সেতুর মাঝের অংশ বসে যায়। তারপর থেকে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়। বেইলি ব্রিজ তৈরির কাজ শুরু হতেই বালাসন সেতু দিয়ে সমস্ত গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। নভেম্বরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
পরবর্তীতে ১০ টনের কম ওজনের গাড়ি এই সেতু দিয়ে চলাচল করতে পারবে। তবে সেতুতে একমুখী যান চলাচল ব্যবস্থা থাকবে। জাতীয় সড়ক ৯ এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শিশির দেব জানান, নভেম্বরের মধ্যেই বেইলি ব্রিজ বানানোর কাজ শেষ করা হবে। তারপর কম ওজনের গাড়ি এই সেতু দিয়ে চলাচল করতে পারবে।