NRC, CAA এর বিরেধীতায় মানববন্ধন ও ধর্না কর্মসূচি পালন শিলিগুড়ি নাগরিক কমিটির

শিলিগুড়ি,১৩ ফেব্রুয়ারিঃ এনআরসি ও সিএএ এর বিরোধিতায় বৃহস্পতিবার  মানববন্ধন ও ধর্না কর্মসূচি পালন করল শিলিগুড়ি নাগরিক কমিটি।


এদিন হিলকার্ট রোডে মানববন্ধন কর্মসূচি পালন করে শিলিগুড়ি নাগরিক কমিটি।এরপরই শিলিগুড়ির প্রধান ডাকঘরের সামনে ধর্নায় বসেন নাগরিক কমিটির সদস্যরা।জানা গিয়েছে,তাদের এই ধর্না সন্ধ্যা পর্যন্ত চলবে।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির সদস্য পার্থ চৌধুরী, রিতা ঠাকুর  সহ অন্যান্যরা।

নাগরিক কমিটির সদস্য পার্থ চৌধুরী জানান, এনআরসি ও সিএএ এর বিরোধিতায় তারা আজ সকাল থেকেই নানা রকম কর্মসূচি গ্রহণ করেছেন।আগামীতেও নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে এবং তাদের এই আন্দোলন লাগাতার চলতে থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *