শিলিগুড়ি,১৬ জানুয়ারিঃ এনআরসি নয়, সিএএ নয়, দেশজুড়ে হবে এনআরবি অর্থাৎ ‘ন্যাশন্যাল রেজিস্টার অফ বেরোজগার’। এদিন অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ডিওয়াইএফআই এর সম্পাদক সায়নদীপ মিত্র।
জানা গিয়েছে, অনলাইনেই পাওয়া যাবে এই এনআরবি ফর্ম। অনলাইনেই ফর্মটি ভর্তি করে জমা দিলে ডিওয়াইএফআই এর কর্মীরাই পৌঁছে যাবে তাদের বাড়িতে। রাজ্যজুড়ে যারা বেকারত্বে ভুগছেন তাদের সকলের নাম নথিভুক্ত করে তারা ফেব্রুয়ারী মাসের শেষের দিকে দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে সেই তালিকা নিয়ে যাবেন। ১০ জানুয়ারি থেকেই সমস্ত জেলাতেই এই কাজ শুরু হয়ে গিয়েছে।
পাশাপাশি ১২ ফেব্রুয়ারী উত্তরবঙ্গের সমস্ত জেলার যুব এবং সাধারণ মানুষের সমস্যা, বন্ধ চা বাগান খোলা, শ্রমিকদের নূন্যতম মজুরি, শিক্ষক নিয়োগে দূর্নীতি সহ একাধিক দাবিতে তারা উত্তরকন্যা অভিযান করবেন। তিনি আরও জানান, পুরনিগম ও মহকুমা পরিষদ বামপন্থী দ্বারা পরিচালিত বলে তাদের আর্থিক সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।