শিলিগুড়ি, ২৬ মেঃ নার্সিংহোমে নেওয়া হচ্ছে না স্বাস্থ্যসাথী কার্ড।লাগানো নেই স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত বোর্ড।খবর পেতেই নার্সিংহোমে গিয়ে কড়া হুশিয়ারি শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকারের।
বুধবার প্রধাননগরে মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিক নামে একটি নার্সিংহোমে যান রঞ্জন সরকার।সেখানে ঢোকার সময় তিনি দেখেন স্বাস্থ্য সাথী কার্ড এর কোন বোর্ড লাগানো নেই।এরপর সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে পারেন সেখানে স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করা হচ্ছে না।এখনও সেই পরিষেবা চালু করা যায়নি।
এরপরই রঞ্জন সরকার নার্সিংহোম কর্তৃপক্ষকে জানান যে, মুখ্যমন্ত্রীর নির্দেশ কেউ কি আপনারা মানছেন না? অবিলম্বে স্বাস্থ্যসাথী কার্ডে যাতে রোগীদের চিকিৎসা সেখানে চলে তা বলেন তিনি।
অন্যদিকে নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, কিছু সমস্যার কারণে তারা স্বাস্থ্য সাথী কার্ড চালু করতে পারেনি। তবে খুব শীঘ্রই তারা সে পরিষেবা চালু করবে।
প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই শিলিগুড়ি বিভিন্ন নার্সিংহোমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। করোনা চিকিৎসার নামে লক্ষ লক্ষ টাকা বিল করার অভিযোগ উঠেছে।সেসব অভিযোগ খতিয়ে দেখে নার্সিংহোমে যাচ্ছে পুরনিগমের প্রশাসক মণ্ডলী।