শিলিগুড়ি, ২৪ মেঃ দিনের পর দিন করোনা চিকিৎসা নিয়ে অতিরিক্ত বিলের অভিযোগ উঠছে শহরের বিভিন্ন নার্সিংহোমগুলিতে।সোমবার আবারও একই অভিযোগ উঠল হাকিমপাড়ার এক নার্সিংহোমের বিরুদ্ধে।একবারে টাকা দিতে না পারলে ইন্সটলমেন্টে টাকা দেওয়ারও প্রস্তাব দেওয়া হয় পরিবারকে।
জানা গিয়েছে, করোনায় সংক্রমিত হয়ে চলতি মাসের ৬ তারিখ ওই নার্সিংহোমে ভর্তি হন সুভাষপল্লীর বাসিন্দা এক ব্যক্তি।তবে শারিরীক অবস্থার উন্নতি হচ্ছিল না বলে তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয় পরিবার।তবে তার আগেই সোমবার সকালে ব্যক্তির মৃত্যু সংবাদ জানায় নার্সিংহোম কর্তৃপক্ষ।বিল ধার্য করা হয় ৮ লক্ষেরও বেশি।
মৃতের পরিবারের তরফে জানানো হয়, ১ লক্ষ ১০ হাজার টাকা নার্সিংহোমে আগেই জমা দেওয়া হয়েছে।এছাড়াও মেডিক্লেমে ২ লক্ষ ৩ হাজার টাকা নার্সিংহোম পেয়েছে।এর বেশি টাকা দেওয়ার সামর্থ্য তাদের নেই। অভিযোগ এইক্ষেত্রে নার্সিংহোম তাদের ইন্সটলমেন্টে টাকা দেওয়ার পরামর্শ দেন।পরিবারের আরও অভিযোগ চলতি মাসেই ওই ব্যক্তির স্ত্রীও ওই নার্সিংহোমেই ভর্তি হয়েছিলেন কোভিডে আক্রান্ত হয়ে।তিনিও মারা যান, তার চিকিৎসাতেও কয়েক লক্ষ টাকা বিল করা হয়েছিল।
এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তা সম্ভব হয়ে ওঠেনি।