নার্সিংহোম কর্তৃপক্ষগুলিকে নিয়ে বৈঠক করলেন প্রধাননগর থানার আইসি শুভাশিস চাকি

শিলিগুড়ি, ৯ মেঃ করোনা পরিস্থিতিতে শিলিগুড়ির প্রধাননগর থানা অন্তর্গত নার্সিংহোম কর্তৃপক্ষগুলিকে নিয়ে বৈঠক সারলেন প্রধাননগর থানার আইসি শুভাশিস চাকি।এদিনের বৈঠক থেকে কড়া বার্তা দেন তিনি।


শুভাশিস চাকি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে শহরের পরিস্থিতি উদ্বেগজনক।এই মহামারির সময়ে সকলকে একজোট হয়ে কাজ করতে হবে।এই পরিস্থিতিতে থানা অন্তর্গত বিভিন্ন নার্সিংহোমে করোনা সংক্রামিত রোগী ও তাদের পরিবারকে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে।রোগীর পরিবারের সদস্যরা এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করছেন।

তিনি আরও বলেন, এইসময় নার্সিংহোমের প্রতিনিধিদের করোনা সংক্রামিত রোগীদের সাহায্য করতে হবে।টাকার জন্য রোগী পরিষেবা বন্ধ করা যাবে না।চিকিৎসার খরচ সংক্রান্ত সমস্যা যত দ্রুত মেটানো যায় তার ব্যবস্থা করার কথাও বলেন তিনি।এছাড়াও সরকারি নির্দেশ অনুসারে নার্সিংহোম গুলিতে কতগুলি বেড রয়েছে এবং কতগুলি বেড খালি রয়েছে সেই তথ্য জানাতে হবে।এদিন যেসকল নার্সিংহোমের বিরুদ্ধে লাগাতার অভিযোগ আসছে তাদের কড়া বার্তা দেন তিনি।বলেন, নার্সিংহোমের বিরুদ্ধে কোনোরকম অভিযোগ আসলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।এছাড়াও নার্সিংহোম কর্তৃপক্ষ কোনো সমস্যায় পড়লে পুলিশ তাদের সমস্যার সমাধান করবে বলে জানান আইসি শুভাশিস চাকি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *