শিলিগুড়ি,৬ জুনঃ শিলিগুড়িতে করোনা আক্রান্ত এক চিকিৎসক।জানা গিয়েছে,মাটিগাড়া উত্তরায়ণ টাউনশিপ সংলগ্ন একটি নার্সিংহোমে কর্মরত ছিলেন ওই চিকিৎসক।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে করোনা উপসর্গ দেখা দিয়েছিল তার মধ্যে।এরপর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।আজ তার রিপোর্ট পজিটিভ আসে।তবে এই চিকিৎসকের কোনও ট্র্যাভেল হিস্ট্রি নেই বলেই জানা গিয়েছে।যে কারণে যথেষ্ট উদ্বিগ্ন ওই নার্সিংহোম কর্তৃপক্ষ।অন্যদিকে তিনি কার-কার সংস্পর্শে এসেছেন সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য,এর আগে কোভিড হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসক ও ল্যাব টেকনোলজিস্টরা করোনা আক্রান্ত হলেও এই প্রথম শিলিগুড়িতে কোনও নার্সিংহোমের চিকিৎসকের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল।