শিলিগুড়ি,১০ এপ্রিলঃ শিলিগুড়ির প্রধাননগরে একটি নার্সিংহোমকে করোনা সাসপেক্টেড সেন্টার করা নিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা।
বৃহস্পতিবার মেডিক্যাল টাস্ক ফোর্সের টিমের প্রধান অভিজিৎ চৌধুরী এই ঘোষণা করেন। আজ সকালে করোনা সাসপেক্টেড সেন্টার হিসেবে ঘোষণা করায় প্রধাননগরের ওই নার্সিংহোম পরিদর্শনে যান মেডিক্যাল টাস্ক ফোর্সের টিম।এরপরই তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, এই নার্সিংহোমের আশেপাশে প্রচুর লোক বসবাস করেন।নার্সিংহোমটি করোনা সাসপেক্টেড সেন্টার হলে স্থানীয়রা সমস্যায় পড়বেন।ঘনবসতি হওয়ার দরুন এই এলাকায় ভাইরাস ছড়াতে বেশি সময় নিবে না।তাই করোনা সাসপেক্টেড সেন্টারকে শহর থেকে দূরে বানানোর দাবি করেন স্থানীয়রা।
এদিন অভিজিৎ চৌধুরি বলেন, জোর করে কিছু হবেনা। অযথা কয়েকজন আতঙ্কিত হচ্ছেন। বিষয়টি রাজ্য সরকারকে জানাবো।