জলপাইগুড়ি জেলার NVF কর্মীদের নিয়ে বৈঠকের আয়োজন

জলপাইগুড়ি, ১৬ ফেব্রুয়ারিঃ রবিবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলার NVF কর্মীদের নিয়ে বৈঠক করা হল।


এদিনের বৈঠকে সাংগঠনিক শ্রীবৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।খুব শীঘ্রই জেলা NVF এর পক্ষ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ দাবী নিয়ে বিভাগীয় দপ্তরে দাবী তুলে ধরা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ক্যাজুয়াল কন্ট্রাকচ্যুয়াল ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সভাপতি স্বপন সরকার, জলপাইগুড়ি জেলা কার্যকারী সভাপতি তপন দে, TDPWU নেতা মোশারফ হোসেন, TDPWU  নেতা হারাধন দাস সহ অন্যান্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *