শিলিগুড়ি, ৪ জানুয়ারিঃ ন্যায্য ভাড়ার দাবিতে গত ৩ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে নর্থ বেঙ্গল ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশন।
জানা গিয়েছে, গত শনিবার থেকে এনজেপি ইন্ডিয়ান অয়েল এর গেটের সম্মুখে লাগাতার অবস্থান-বিক্ষোভ কর্মসুচি গ্রহন করে চলেছে নর্থ বেঙ্গল ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশন।শুধু অবস্থান বিক্ষোভ নয় পাশাপাশি জরুরি ভিত্তিক ছাড়া সমস্ত পরিষেবা বন্ধ রেখেছেন তারা।
সংগঠনের পক্ষ থেকে প্রসেনজিৎ রায় জানান,বিগত ২০১৪ সাল থেকে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ তাদের নির্দিষ্ট ধার্য করা যে ভাড়া প্রদান করতো ২০২১ সাল থেকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে তার থেকেও কম মুল্য দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে।এরফলে বিপাকে পড়েছেন ট্যাংকার মালিক ও চালকেরা।তিনি জানান,ভাড়া বৃদ্ধি না হলেও বিগত ভাড়াই দিক কর্তৃপক্ষ।এই দাবিতেই তাদের এই আন্দোলন।তাদের দাবী না মেনে নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।