শিলিগুড়ি,২৭ জুলাইঃ অবিলম্বে বেতন ও বকেয়া ভাতা না পেলে কর্মবিরতি পালনের হুমকি দিল দার্জিলিং জেলা স্বাস্থ্য কর্মী ইউনিয়ন।ইতিমধ্যেই ৯ দফা দাবিতে শিলিগুড়ি পুরনিগমের কমিশনারকে স্মারকলিপি প্রদান করেছেন স্বাস্থ্যকর্মীরা।
স্বাস্থ্যকর্মীরা জানান, তাদের গত ২ মাসের মাসিক ভাতা বকেয়া রয়েছে।এছাড়াও ২০২০ সাল থেকে ডেঙ্গু সার্ভের টাকাও পায়নি তারা।মেলেনি করোনা টিকাও।এছাড়াও অবসরপ্রাপ্ত কর্মীদের এককালীন ২ লক্ষ টাকা সহ রাজ্য সরকারের তরফে ঘোষিত করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের এক লক্ষ টাকাও বকেয়া রয়েছে।অবিলম্বে সেইসমস্ত বকেয়া প্রদান করা হোক।
সংগঠনের সম্পাদিকা শেফালি ভট্টাচার্য জানান, অবিলম্বে তাদের দাবিগুলির প্রতি রাজ্য সরকার সহানুভূতিশীল না হয় তাহলে কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন তারা।