শিলিগুড়ি,১১ ফেব্রুয়ারিঃ অবৈধভাবে একটি অনুষ্ঠান বাড়িতে উট রাখার অভিযোগ শিলিগুড়ির একটি পশুপ্রেমী সংস্থার।
ওই পশুপ্রেমী সংস্থার কর্ণধার প্রিয়া রুদ্র জানান, গোপন সূত্রের মাধ্যমে তারা জানতে পারেন যে, এনজেপি থানার অন্তর্গত কামরাঙাগুড়ি সংলগ্ন শান্তিপাড়ায় একটি অনুষ্ঠান বাড়িতে নিয়ে আসা হয়েছে একটি উট।এরপরই আজ সকালে সংস্থার সদস্যরা অভিযান চালান ওই বাড়িটিতে।উটটিকে হত্যা করার জন্য নিয়ে আসা হয়েছিল বলে অভিযোগ সংস্থার সদস্যদের।পরে উটটি উদ্ধার করে এনজেপি থানায় নিয়ে যান তারা।পুলিশের হাতে তুলে দেওয়া হয় রাজস্থানের সেই উট।
পশুপ্রেমী সংস্থার তরফে জানানো হয়, বর্তমানে প্রায় লুপ্ত প্রজাতির মধ্যে পড়তে চলেছে রাজস্থানের উট।কিছু মানুষ রাজস্থানের এই উট প্রচুর টাকার বিনিময়ে নিয়ে এসে হত্যাও করছে। এনজেপি থানায় বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন তারা।