শিলিগুড়ি,১১ নভেম্বরঃ অবৈধ কলসেন্টারে ভক্তিনগর থানার পুলিশের অভিযান।ঘটনায় গ্রেফতার চার।ধৃতরা হল সুমন প্রবেশ,জেসপাল সিং,নাজিম মহম্মদ খান ও সোনম গ্যাতসো ভুটিয়া।
ভক্তিনগর থানা এলাকায় ডায়মন্ড প্লাজা বিল্ডিং এর তৃতীয় তলায় একটি কলেসেন্টার চলছিল।অভিযোগ,ওই কলসেন্টার থেকে বিভিন্ন দেশের লোকদের ফোন করা হতো এবং তাদের লোণ পাইয়ে দেওয়ার নাম করে তাদের সঙ্গে প্রতারণা করা হতো।
ভক্তিনগর থানার আইসি অমরেশ সিংহের টিম গোপন সূত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায়।কলসেন্টারটি থেকে বেশ কয়েকটি কম্পিউটার,হার্ড ডিস্ক,সিপিইউ এবং বেশকিছু মোবাইল ফোন উদ্ধার হয়েছে।ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
