শিলিগুড়ি, ৩ জুলাইঃ বনবিভাগের জমিতে অবৈধভাবে করা হয়েছিল চা বাগান।হাইকোর্টর নির্দেশে নষ্ট করে দেওয়া হল গোটা বাগান।
জানা গিয়েছে, ডাবগ্রাম-ফুলবাড়ির অন্তর্গত ফাঁড়াবাড়ি নেপালি বস্তি এলাকায় সরকারি প্রায় কয়েক বিঘা জমিতে চা বাগান লাগিয়ে রমরমা ব্যবসা করছিল এক ব্যক্তি।সেই জমি তার নিজের বলে দাবী করেন ব্যক্তি।বনবিভাগের তরফে ব্যক্তিকে চা বাগান সরিয়ে নেওয়ার কথা বলা হলেও কথা শোনেননি।
পরবর্তীতে হাইকোর্টে মামলা হয়।দীর্ঘদিন মামলা চলার পর জমি দখলমুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।সেই নির্দেশমত আজ বিশাল পুলিশ বাহিনী ও বনবিভাগের আধিকারিকদের উপস্থিতিতে সেই জমি দখলমুক্ত করার কাজ শুরু হয়।নষ্ট করে দেওয়া গোটা চা বাগান।