শিলিগুড়ি, ১ মার্চঃ শিলিগুড়িতে অবৈধভাবে ছাপাখানায় ছাপানো হচ্ছিল লটারি।এমন অভিযোগ পেয়ে শুক্রবার দুপুরে শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের মহারাজা কলোনি এলাকায় অভিযান চালালো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।
জানা গিয়েছে, এদিন ওই ছাপাখানায় অভিযান চালিয়ে নকল লটারি সন্দেহে বেশকয়েক কার্টন লটারি বাজেয়াপ্ত করে পুলিশ।দীর্ঘদিন ধরে ওই ছাপাখানায় এই লটারি গুলি ছাপা হচ্ছিল।সেখানে তিনটি কোম্পানির লটারি ছাপা হচ্ছিল বলে খবর।
ঘটনায় ছাপাখানার ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।