শিলিগুড়ি,১৪ জুলাইঃ দীর্ঘ পাঁচ বছর পর অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার এক মহিলা।ধৃত মহিলার নাম আয়েশা বেগম।
জানা গিয়েছে, গত ৫ বছর আগে স্বামীর সঙ্গে সন্তানকে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে কাজের উদ্দেশ্যে এসেছিল আয়েশা বেগম।তিন বছর পর স্ত্রী সন্তানকে রেখে অন্যত্র পালিয়ে যায় স্বামী।এরপর এক ব্যক্তির খপ্পরে পড়ে দুবছর রাজস্থানে ছিল আয়েশা বেগম ও তার সন্তান।বুধবার এনজেপি স্টেশন থেকে শিশু সহ মহিলাকে ধরে এনজেপি থানার পুলিশ।
পুলিশি জেরায় ধৃত মহিলা জানায়, অবৈধভাবে দক্ষিণবঙ্গের কোনও এক সীমান্ত দিয়ে স্বামীর সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল সে।তবে এখন সে নিজের দেশে ফিরতে চায়।বৃহস্পতিবার ধৃত মহিলাকে শিশু সহ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।