খড়িবাড়ি,২ ফেব্রুয়ারিঃ অবৈধভাবে ভারতে প্রবেশের আগে চারজন বাংলাদেশি ও তাদেরকে ভারতে প্রবেশে সাহায্য করার অভিযোগে দুজন ভারতীয়কে গ্রেফতার করল এসএসবির ৪১তম ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃতরা হল মহম্মদ শোহাগ মিয়া, কামরুল হুসেন, মহম্মদ মানির হুসেন ও সোফিউল আলম।এরা প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা। অন্যদিকে গ্রেফতার দুই ভারতীয় মহম্মদ হুসেন জলপাইগুড়ির বাসিন্দা, মহম্মদ সিপান সরকার কোচবিহারের বাসিন্দা।
জানা গিয়েছে, ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে নেপাল থেকে ভারতে প্রবেশ করার জন্য ধৃত বাংলাদেশীরা জাল আধার কার্ড দেখায়। এসএসবি জওয়ানদের সন্দেহ হলে তাদের জেরা করলে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
Rajib