নকশালবাড়ি,১২ জুলাইঃ অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশ করার অভিযোগে চারজন বিদেশিকে গ্রেফতার করল এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়নের পানিট্যাঙ্কি ও রামধনজোত বিওপি’র জওয়ানেরা।অভিযুক্তদের নাম অ্যালেকসিস ইসমাইল এফা(২০),জিঙ্গু মোহামদো মোসি(১৯),জর্ডেল সেদার অবন্দা আনজুয়াপ(২৩),বেয়েগ বেলেম(২২)।
জানা গিয়েছে,নকশালবাড়ি বাসস্ট্যান্ড থেকে ওই চার বিদেশিকে গ্রেফতার করা হয়।তাদের কাছে কোনরকম বৈধ কাগজপত্র ছিল না।পরবর্তীতে এই চারজনকে নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।আজ তাদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।