শিলিগুড়ি, ১১ জুনঃ শিলিগুড়ি পুরনিগমের ৪৫ নম্বর ওয়ার্ডের ছট ঘাট কালী পূজা কমিটির তরফে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হল।এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে।
জানা গিয়েছে, যুব সমাজকে খেলাধূলোর প্রতি আকৃষ্ট করতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও পুলিশ প্রশাসনের তরফে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।তারই অঙ্গ হিসেবে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলো ছট ঘাট কালী পূজা কমিটি।
এদিনের টুর্নামেন্টে বিজয়ী দলকে ট্রফি সহ ২৫ হাজার টাকা নগদ পুরস্কার ও রানার্স দলকে ১৫ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হবে।টুর্নামেন্টে সেরা দলকে ফেয়ার প্লে ট্রফি তুলে দেওয়া হবে।এছাড়া প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড়কে ম্যান অব দ্য ম্যাচ, সবথেকে বেশি গোল করা খেলোয়াড়কেও সম্মানিত করা হবে।
এদিনের টুর্নামেন্টে শিলিগুড়ি জংশন ট্রাফিক গার্ডের আইসি সুবীর দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই বিষয়ে ছট ঘাট কালী পূজা কমিটির সদস্য শিব শঙ্কর সোনকর বলেন, বর্তমান সময়ে যুব সমাজ নেশার দিকে ঝুঁকছে।এই কারণে যুব সমাজকে খেলা ধূলোর প্রতি আকৃষ্ট করতে গত ২ বছর ধরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।