শিলিগুড়ি, ১ মার্চঃ ক্ষুদিরামপল্লি, শিশির ভাদুড়ি সরণি, রজনীবাগান এলাকার পার্কিং এর সমস্যার সমাধানে শুক্রবার থেকে করা হচ্ছে ওয়ান ওয়ে রোড।
১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ব্যবসাকেন্দ্রীক এই এলাকাগুলিতে যানযটের ঠেলায় তিলধারণেরও জায়গা মেলেনা।রাস্তার দুধার তো বটেই অবৈধভাবেও গাড়ি পার্কিং নজরে আসে।ফলে যাতায়াতই মুসকিল হয়ে দাঁড়ায়।এই সমস্যার সমাধানেরই চেষ্টা চলছিল অনেকদিন থেকেই।
সোমবার এই বিষয়ে একটি মিটিং ডাকা হয়।মিটিং এ উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর মঞ্জুশ্রী পাল, নান্টু পাল, বিসিডিএ এর সম্পাদক বিজয় গুপ্তা সহ স্থানীয় ব্যবসায়ীরা।মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার থেকে ওই এলাকাগুলিতে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে।
ওই এলাকাগুলিতে মূলত ওষুধ এবং সোনার দোকান রয়েছে। প্রতিটি দোকানের মালিক ও স্টাফ যাদের গাড়ি পার্কিং এ রাস্তায় থাকবে তাদের নাম নথিভুক্ত করা হবে। প্রায় ৩৫০ গাড়ি পার্কিং এর ব্যাবস্থা এখানে রয়েছে। পার্কিং এর জন্য একটি নির্দিষ্ট টাকাও ধার্য করা হয়েছে সকলের কাছে।যেসকল বাইক পার্কিং করা হবে সেই বাইকগুলিতে স্টিকার লাগিয়ে দেওয়া হবে।বাইরের কোনো গাড়ি বা কাস্টমারদের গাড়িও সেখানে পার্কিং করা যাবেনা।সিকিউরিটি গার্ডকে কোনোভাবে উত্যক্ত করা হলে পুলিশ আইনত ব্যবস্থা নেবে।গোটা বিষয়ে নজরদারি চালাতে একটি কমিটিও এদিন গঠন করে দেওয়া হয়। জানা গেছে শুক্রবার এই ওয়ান ওয়ের শুভ উদ্বোধনে উপস্থিত থাকবেন আইসি শিলিগুড়ি সহ ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশেরা।