শিলিগুড়ি, ২৮ আগস্টঃ অনলাইন ব্যবসার নামে প্রতারণা এবং মহিলা কর্মীদের মারধর করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ।
জানা গিয়েছে, বেশকয়েকজন মিলে বাগডোগরার লোকনাথ এলাকায় ইয়ুথ পাওয়ার ভিশন প্রাইভেট লিমিটেড নামে অনলাইন ব্যবসা শুরু করে।অভিযোগ, এই সংস্থা পাহাড়, সমতল এবং অন্যান্য রাজ্যের যুবক যুবতীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ প্রতারণা করে।
যুবক যুবতীদের বলা হয় শাড়ি, গয়না সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অনলাইনে ব্যবসা করে রোজগারের ব্যবস্থা করতে পারবেন তারা।এরপর তাদের প্রশিক্ষণ দেওয়ার নামে যুবক যুবতীদের কাছ থেকে অতিরিক্ত অর্থও আদায় করা হয়।
শুক্রবার প্রতারণার অভিযোগ তুলে পাহাড় এবং উত্তরবঙ্গের যুবক যুবতীরা বাগডোগরা থানায় পৌঁছে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।
গুলাবি সরকার নামে এক যুবতীর অভিযোগ, গত ২০ আগস্ট এক অভিযুক্ত তাকে মারধর করে।
অভিযোগের ভিত্তিতে ৩ যুবককে গ্রেফতার করেছে বাগডোগরা থানার পুলিশ।