শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে অনলাইন গেমের জেরে ঋণগ্রস্ত হয়ে আত্মঘাতী হল এক যুবক।মৃতের নাম তুষার রায়(২০)।একটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থায় কাজ করতেন যুবক।গতকাল এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, প্রায় ১ বছর আগে তুষার রায়ের বিয়ে হয়।স্ত্রীকে নিয়ে সমরনগর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন যুবক।
মৃতের স্ত্রী রিয়া সরকার বলেন, বোনের মেয়ের জন্মদিন ছিল।সেইকারণে গতকাল সকাল থেকে সেখানেই ছিলাম।সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পাই।বারবার ডাকাডাকি করার পরেও তার স্বামী দরজা খোলেননি।পরে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছে তার স্বামী।রিয়া আরও বলেন, অনলাইন গেম খেলার অভ্যাস ছিল তুষারের।গেমে অনেক টাকাও হারিয়েছে।তবে কি কারণে এই ঘটনা তা বলতে পারছেন না তিনি।
অন্যদিকে মৃতের মায়ের অভিযোগ, ছেলের মৃত্যুর জন্য দায়ী তার স্ত্রী।বিয়ের পর থেকে ছেলে ভালো ছিল না।তুষারের অনলাইন গেম খেলার অভ্যাস ছিল।যার কারণে প্রচুর ঋণও হয়।ছেলের স্ত্রীও অনেক ঝামেলা করত।এই কারণে আত্মহত্যা করেছে সে।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।