শিলিগুড়ি, ১৩ সেপ্টেম্বরঃ ফের অনলাইন জুয়ার আসরে হানা দিয়ে ১ যুবককে গ্রেফতার করল ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং প্রধাননগর থানার পুলিশ।ধৃতের নাম প্রসেনজিৎ অধিকারি।শিলিগুড়ির ২ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনির বাসিন্দা।
জানা গিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে চম্পাসারি বাজার এলাকায় একটি দোকানে হানা দিয়ে ওই যুবককে গ্রেফতার করে ডিডি এবং প্রধাননগর থানার পুলিশ।সেই দোকান থেকে উদ্ধার হয় দুটি কম্পিউটার, একটি সিপিইউ, একটি লটারি টিকিট মেশিন, একটি ওয়াইফাই ডোঙ্গল, রাউটার সহ নগদ ২৪৪০ টাকা।সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।