শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বরঃ অনলাইন জুয়ার আসরে হানা দিয়ে একজনকে গ্রেফতার করল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ।গ্রেফতার অভিযুক্তের নাম রোশন গোস্বামী।
জানা গিয়েছে, রোশন গোস্বামী প্রধাননগর থানার অন্তর্গত দেবীডাঙা অটো স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মোবাইল রিপিয়ারিং এবং অনলাইন ক্যাফের অনলাইন জুয়ার কারবার চালিয়ে আসছিল।গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রধাননগর থানার পুলিশ অভিযান চালিয়ে রোশন গোস্বামীকে গ্রেফতার করে।তার দোকান থেকে অনলাইন লটারির টিকিট, কম্পিউটার, সিপিইউ সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।